বিদ্যুৎ বিভাগের অবহেলায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:২৯,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯
নিউজ ডেস্ক ॥ মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবহেলায় বিদুৎ স্পৃষ্ট হয়ে পাবলু মিয়া(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর: পাথাকুড়ির দেশ
বুধবার ২১ আগষ্ট বিকেল ৩ টার দিকে সদর উপজেলার একাটুনা ইউনিয়নে দিগম্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পাবলু মিয়া নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র একটুনা ইউনিয়নের খুজারগাঁও গ্রামের শের আলীর ছেলে।
একাটুনা ইউানিয়ন পরিষদের সদস্য ইমন আহম্মদ জানান, বিদ্যুতের মেইন লাইনের আড়তিং লাইন জমির মধ্যে পড়ে ছিল বিকেলে পাবলু জমি থেকে হাঁসের জন্য খুচুরীফেনা আনতে গেলে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, জমিতে মাছ ও সাপ মরে ভেসে রয়েছে।