বড়লেখায় “পাকশাইল গ্রেট ভিশন’’র কার্যকরী কমিটি গঠন : সভাপতি ফয়সল, জুনেদ সম্পাদক
প্রকাশিত হয়েছে : ৭:২৮:১৮,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউপির সামাজিক সংগঠন “পাকশাইল গ্রেট ভিশন”-এর ২০১৯-২০ খ্রি বর্ষের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে ফয়ছল আহমদকে সভাপতি ও জুনেদ আহমদকে সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাংগীর,সহ-সভাপতি জামিল আহমদ,সহ-সেক্রেটারি সাহিদুল হক,ইমন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,অর্থ সম্পাদক নাহিদ আহমদ,সহ-অর্থ সম্পাদক আবজল হোসেন,আই,টি সম্পাদক জাবির হোসেন,সহ-আই,টি সম্পাদক আব্দুল হামিদ রাহিম,প্রচার সম্পাদক হাবিবুর রহমান,সহ-প্রচার সম্পাদকমারুফ আহমদ,ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুল হোসেন পাবেল,সহ-ছাত্রকল্যাণ সম্পাদক কবির আহমদ, ক্রীড়া সম্পাদক কবির আহমদ, কামরুল ইসলাম – সহ-ক্রীড়া সম্পাদক, মাহবুবুর রশীদ – সহ-ক্রীড়া সম্পাদক, ইমরান হোসেন – সাংস্কৃতিক সম্পাদক, সাজু আহমদ – সহ-সাংস্কৃতিক সম্পাদক, জুনেদ আহমদ – সমাজ কল্যাণ সম্পাদক, কায়েদ আহমদ বাছির – সহ-সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুল্লাহ আল মাহীর – শিক্ষা সম্পাদক, ফেরদৌস রিয়াদ – সহ-শিক্ষা সম্পাদক, সম্পাদক, ফয়ছল আহমদ – শ্রমিক কল্যাণ সম্পাদক, সাহেদ আহমদ – সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক, আলতা হোসেন হিরন – প্রকাশনা সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন কদর, এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা:নুমান উদ্দিন, আলা উদ্দিন, মাসুদ আহমেদ মাসুক, মাওলানা আবুল কাশেম, নূরুল ইসলাম, হেলাল উদ্দিন, সেলিম উদ্দিন, অয়েছ আহমদ, জনাব ছয়ফুল হোসেন, জনাব জুবের আহমদ প্রমূখ।