মানুষের মধ্যকার সবধরনের বৈষম্য দুর করতে হবে: পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:১৮:২৩,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯
বিশেষ প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ. শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষের মধ্যকার সবধরনের বৈষম্য দুর করতে হবে। দীর্ঘদিন দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বিভিন্ন নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের দরিদ্র মানুষকে সহযোগিতা করছে, জীবনমানের উন্নয়নে কাজ করছে।
বর্তমানে আদর্শ শিক্ষক ও ছাত্রের বড়ই অভাব। সামাজিক মূল্যবোধের অভাব দূর করতে হবে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে একটি চক্র পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে বলে গুজব সৃষ্টি করেছে। মানুষকে বিভ্রান্ত করতে এসব প্রচারণা চালানো হচ্ছে।
মানুষকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। মাদক নির্মূল ও বাল্যবিয়ে বন্ধ করতে হবে। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে। কারণ জঙ্গিবাদ রাষ্ট্রকে ধংস করে দেয়।’
তিনি শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত ‘সমৃদ্ধি কর্মসূচি’র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাসেরবাজার আলী কমিউনিটি সেন্টারে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত সভার প্রধান বক্তা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘সব মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে মর্যাদা দিতে হবে। কিছু মানুষ পিছিয়ে আছে। তারা আসলে বংশানুক্রমে দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
রাজনৈতিক কাঠামো যদি মজবুত না থাকে, তাহলে উন্নয়নকে বেশি দূর এগিয়ে নেয়া যাবে না। উন্নয়নের মহাসড়কে টিকতে হলে আমাদেরকে সামাজিক ব্যাধি দূর করতে হবে। এক্ষেত্রে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। ’
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ্ বিন সামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক, ঢাবি’র সাবেক শিক্ষক ড. জাহেদা খাতুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রমুখ।