ঈদুল আযহা উপলক্ষে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের শুভেচ্ছাবার্তা
প্রকাশিত হয়েছে : ১২:৫০:৫২,অপরাহ্ন ১১ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: বড়লেখাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বড়লেখা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
শনিবার যুক্তরাজ্যের রাজধানী লণ্ডন থেকে এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। পশু কোরবানীর মধ্য দিয়ে ত্যাগের সুমহান আদর্শ স্থাপিত হয়।
ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন তাঁর শুভেচ্ছা বার্তায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল আযহার ত্যাগের শিক্ষা ধারণ করে সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি সবার সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন।