বড়লেখায় বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোরাচালান বিরোধী আলোচনা
প্রকাশিত হয়েছে : ৯:২৬:২২,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯
বড়লেখার ডাক প্রতিনিধি :
বড়লেখা উপজেলার ছোটলেখা বাজারে মঙ্গলবার সকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) উদ্যোগে সীমান্ত এলাকার দুস্থ জনসাধারনের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং মাদক ও চোরাচালান বিরোধী গণসচেতনতা মুলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল ফয়জুর রহমান এসপিপি, পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি, এলএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ লুৎফুর রহমান প্রমূখ। পরবর্তীতে বিজিবি শ্রীমঙ্গলের মেডিকেল অফিসারের নেতৃত্বে মেডিকেল টিম সীমান্তবর্তী সহস্রাধিক জনসাধারনকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন।