বড়লেখার দৌলতপুর মাদ্রাসায় পুলিশের উদ্যোগে গুজব ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৮,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ছেলেধরা গুজব প্রতিরোধ ও ডেঙ্গু মোকাবেলায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে) মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এস আই রতন কুমার হালদার, মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা লুৎফুর রহমান, গভানিং বডির সদস্য কাজী রমিজ উদ্দীন, ইংরেজী প্রভাষক আমিনুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি হাজী লুৎফুর রহমান, বাংলা প্রভাষক মনিরুজ্জামান, আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাদির, আরবী প্রভাষক মাওলানা মিছবাহ উদ্দীন, শিক্ষক মাওলানা কমর উদ্দীন, সামসুদ্দীন মন্জু প্রমুখ।