বড়লেখায় শোকাবহ আগস্টের প্রথম প্রহরে যুবলীগের মোমবাতি প্রজ্জ্বলন
প্রকাশিত হয়েছে : ১:২৭:২০,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯
বড়লেখায় শোকাবহ আগস্ট মাসের প্রথম প্রহরে উপজেলা যুবলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে। ১লা আগস্ট রাত ১২টা ০১ মিনিটে বড়লেখা পৌর শহরের শহীদ মিনারে এ কর্মসূচী পালন করা হয়।
এতে উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগ নেতা ছালেহ্ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, বড়লেখা সদর ইউপি যুবলীগের সভাপতি জালাল আহমদ, সহসভাপতি আব্দুল কাদির, পৌর যুবলীগ নেতা জালাল আহমদ, বুলবুল আহমদ, কামাল আহমদ, পাপ্পু, আব্দুর রহমান, এমদাদুওল হক, নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।