বড়লেখায় ছেলেধরা গুজব ছড়িয়ে যুবলীগ নেতার বাড়িতে হামলা
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:২৫,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯
বিশেষ প্রতিবেদক:: বড়লেখায় ছেলেধরা গুজব ছড়িয়ে বৃহস্পতিবার গভীর রাতে বর্নি ইউনিয়ন যুবলীগের নেতা শামীম আহমদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি শুক্রবার দুপুরে ১৩ জনের নাম উলেখ ও আরো শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, রাত ১২ টার দিকে বর্নি ছেগা গ্রামের যুবলীগ নেতা শামীম আহমদের বাড়িতে একই গ্রামের নূর উদ্দিন, আসির উদ্দিন, রফিক উদ্দিন ও ওয়ারিছ আলী তাদের ছেলে-ভাতিজা শতাধিক মানুষ নিয়ে দা-লাঠিসহ ‘কুছুধরা কুছুধরা’ (ছেলেধরা) বলে তাদের ঘরে ও বারান্দার গেটে আঘাত করতে থাকেন। ঘুম ভেঙ্গে ঘটনার আকষ্মিকতায় ও ভয়ে বাড়ির লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। সকালে যুবলীগ নেতা বাড়ির মালিক শামীম আহমদ হামলার নেতৃত্ব দানকারী নূর উদ্দিন, আসির উদ্দিন, রফিক উদ্দিন, রিয়াজ উদ্দিন, আব্দুস সামাদ, শাহীন আহমদ, নাহিদ, নাঈম উদ্দিন, রাজন, ওয়ারছি আলী, রুহুল আমিন ও সেজু আহমদের নাম উলেখ ও আরো শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
হামলাকারীদের কয়েকজন জনান, ছেলেধরা ধরতে রাতে তারা পাহারা দিচ্ছিল। হঠাৎ দেখতে পান এক লোক ঐ বাড়িতে প্রবেশ করছে। তাই তারা বাড়িটি ঘেরাও করে। পরবর্তীতে দেখেন কেউ বাড়ির পুকুর পাড়ের দিকে দৌঁড় দিচ্ছে। তারা পুকুর পাড়ের চারপাশ ঘুরে কিছু না পেয়ে ফিরে যান। তবে তারা বাড়িঘরে কোন হামলা করেননি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক মামলার বিষয়টি জানিয়ে বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।