অভিযোগ পেয়ে বিয়ানীবাজার সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২৪,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯
নিউজ ডেস্ক:: দুদকের হটলাইন ১০৬-এ আসা দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে বিয়ানীবাজার উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকার নির্ধারিত ফি না রেখে বাড়তি টাকা নিয়ে রসিদ ছাড়াই মৌজা ম্যাপ ও পর্চা দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
রোববার (২১ জুলাই) দুদকের একটি এনফোর্সমেন্ট টিম দ্বারা এ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে আসা সেবা গ্রহণকারীরাও দুদক কর্মকর্তাদের কাছে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানান।
দুদকের অভিযান চলাকালে উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসের চেইনম্যান বেলাল আহমদ ব্যতীত সকল কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ-সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন উপ-সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও জুয়েল মজুমদার।