বড়লেখায় শতভাগ পাশ করা একমাত্র প্রতিষ্ঠান দৌলতপুর মাদরাসা
প্রকাশিত হয়েছে : ৮:১৩:৪৮,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলীম পরীক্ষায় এবছর শতভাগ পাস করে উপজেলায় সেরা অবস্থানে রয়েছে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসা।
প্রতিষ্ঠানটি থেকে এবার আলীম পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করে।
জিপিএ-৫ পায় নি কেউ। “এ” গ্রেড পেয়েছে ৭জন, “এ’ মাইনাস” পেয়েছে ১০জন, “বি” গ্রেড পেয়েছে ৯ জন, এবং “সি” গ্রেড পেয়েছে ৪ জন।
মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত আলীম পরীক্ষার ফলাফলে উপজেলায় মোট পাশের হার ৯৪.৩৩ %। জিপিএ-৫ ফাইভ পায়নি কেউ। শতভাগ পাস নিয়ে উপজেলায় সেরা হয়েছে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসা।