জুড়ীতে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৯:১২:২০,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯
এম জেট কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য পারভেজ আহমদের সঞ্চালনায় ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ডা. রুবেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি জুড়ী উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি এম এ মালিক সাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউপি জাপার সভাপতি মো. কুতুব উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সদস্য আব্দুল মতিন মামুন, উপজেলা জাপার সাবেক সদস্য সচিব এমাদ উদ্দিন মাসুম, গোয়ালবাড়ী ইউপি সদস্য কবির আহমদ, ব্যবসায়ী আল আমিন তালুকদার, আব্দুল মুনিম, আবুল মহিত সাহির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
শোক সভার আলোচনা সভা শেষে এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জামির হোসেন।