বড়লেখায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৪১,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
টুর্নামেন্টের ফাইনালে বালক পর্যায়ে সুজাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে (বালিকা) টাইব্রেকারে বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞার সভাপতিত্বে প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, বদর উদ্দিন, অঞ্জনা রানী দে, মীর মুহিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।