নিখোঁজের ২ দিন পর পানিতে ভেঁসে উঠলো লিডিং ইউনিভার্সিটি ছাত্রের লাশ
প্রকাশিত হয়েছে : ১২:১৬:০৯,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদপাথরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের দুদিনপর ভেসে উঠলো লিডিং ইউনিভাসির্টির ছাত্রের লাশ । মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টায় সাদাপাথর এলাকায় নদীতে হাসানুর রহমান আবিরের নামের ঐ শিক্ষার্থী লাশ ভেঁসে উঠে।
এর আগে রোববার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে তাকে উদ্ধার করতে স্থানীয় উপজেলা প্রসাশন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালান। কিন্তু যে স্থানে সাতার কাটতে গিয়ে আবির নিখোঁজ হন সেখানেই মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তার লাশ ভেসে ওঠে।লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় কোম্পানীগঞ্জ থানারপুলিশ। রাতেই আবিরের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।
উল্লেখ্য গত রোববার (৭ জুলাই) লিডিং ইউনিভাসির্টির শিক্ষার্থী ,দুই শিশু ও ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়। রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্ট পর্যটন এলাকা সাদাপাথরে নদীতে নেমে সাঁতার কাটতে গিয়ে স্রোতের পানিতে ডুবে যায় লিডিং ইউনিভাসির্টির শিক্ষার্থী। তবে ঐ শিক্ষার্থী সাতাঁর জানতেন না বলে জানিয়েছেন তার সাথে থাকা বন্ধুরা। ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন-পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা করে যান। তবে তিনদিনেও ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।