হোটেলে অসামাজিক কাজের অভিযোগে সিলেটে ১১ জন আটক
প্রকাশিত হয়েছে : ৫:২৮:০৬,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৯
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর সুরমা মার্কেটের নিউ সুরমা হোটেল এ অভিযান চালিয়ে ম্যানেজার মো. ছাহাবুল ইসলামসহ এদের মধ্যে ৮ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।