বড়লেখায় সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৫:৪১:৩৪,অপরাহ্ন ০২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখায় মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত ৩ মাস ব্যাপি সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেছেন ইউএনও মো. শামীম আল ইমরান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ জন মহিলা অংশগ্রহণ করেছেন।
সোমবার(১জুলাই) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব।