সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদানের দাবীতে বড়লেখা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসুচি
প্রকাশিত হয়েছে : ৯:৫১:১১,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ সকল সুবিধা প্রদানের দাবীতে সোমবার অবস্থান কর্মসুচি পালন করেছেন।
বড়লেখা পৌরসভার কর নির্ধারক ও সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মৌলুদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচির সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার হিসাব রক্ষক আব্দুল লতিফ, পৌর কর্মচারী শুভ্র কান্তি দে, দিলীপ দে, কবির মিয়া, হেলাল উদ্দিন দুলু, মো. শাহজাহান, শিলা রানী দে, শিপ্রা নন্দী, মন্তজির আলী, মনোয়ারা বেগম।