বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:০৯:১৮,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আতিকুল ইসলাম মুক্তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভার্ণিং বডির সভাপতি আহমদ জুবায়ের লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভার্নিং বডির সদস্য আব্দুর রহমান বাবুল,প্রভাষক মুস্তাফিজুর রহমান,,সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক রফিক উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বদরুল ইসলাম প্রমুখ।