সাপ্তাহিক বড়লেখার ডাক-পাঠক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১:১৯:৪৭,অপরাহ্ন ৩০ জুন ২০১৯
সাপ্তাহিক বড়লেখার ডাক’র সম্পাদক আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ও মডেল কিন্ডার গার্টেন’র প্রধান শিক্ষক আহমেদ রুহেল‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দত্ত বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা, ঢাকাদক্ষিণ কলেজের প্রভাষক(বাংলা) আব্দুস সহিদ খাঁন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক ফারুক আহমদ, সাংবাদিক তপন কুমার দাস, গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম, বিশিষ্ট সমাজকর্মী বনাণী বিশ্বাস, সমাজকর্মী তামলিমন বাড়ে প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বাছিত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, পূর্ব-মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, চেয়ারম্যান প্যানেলের সদস্য রফিক উদ্দিন, ইউপি সদস্য তমছির আলী তমন, ইউপি সদস্য মাসুক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালিক, বিশিষ্ট সমাজ সেবক রফিক উদ্দিন আহমদ, সাংবাদিক সুলতান মাহমুদ খান, বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব বদরুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল প্রমুখ।