বড়লেখায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ৮:৫১:০০,অপরাহ্ন ৩০ জুন ২০১৯
এরা হলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও ইসলাম উদ্দিন। নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন বিকেল তিনটায় দলীয় কর্মী সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, পৌরমেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আ’লীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সমর্থক নিয়ে মনোনয় পত্র জমা দেন সমাজসেবক ইসলাম উদ্দিন। বিকেল পৌনে চারটায় মনোনয় পত্র জমা দেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের সত্যতা স্বীকার করে জানান, আগামী ২৫ জুলাই চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।