বড়লেখা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনিত হলেন সৈয়দ লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ৭:০৭:২৯,অপরাহ্ন ২৮ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক::বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি মেম্বার সৈয়দ লুৎফুর রহমানকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মনোনিত করা হয়েছে। গত বুধবার তিনি বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। সিরাজ উদ্দিন আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ায় পদত্যাগ করেছেন।
জানা গেছে, ৮ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত ইউপি মেম্বার। তিনি বিওসি কেছরীগুল উত্তর ডিমাই গ্রামের মরহুম মাওলানা সৈয়দ হাবিবুর রহমান ও মা মরহুম সৈয়দা কমলা বেগমের জ্যেষ্ট ছেলে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক। ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ লুৎফুর রহমান জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত।