বড়লেখায় পল্লীবিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ১ ব্যক্তির
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:২৬,অপরাহ্ন ২৭ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় পল্লীবিদ্যুতের উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক উদ্দিন(৬০) নামে এক সৌখিন মাছ শিকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের জামে মসজিদের পাশের রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত শফিক উদ্দিন একজন সৌখিন মাছ শিকারি। তিনি উপজেলার বিছরাবন্দ গ্রামের মৃত মছন আলীর ছেলে।
স্থানীয় লোকজনের অভিযোগ অনেকদিন ধরে পল্লীবিদ্যুতের তারটি ঝুলানো ছিল। ধীরে ধীরে মাটিতে পড়ে গেলেও তা উপরে তোলা হয়নি। পল্লীবিদ্যুৎ সমিতির চরম উদাসীনতার কারণেই শফিক উদ্দিন মারা গেলেন।
জানা গেছে, নিহত শফিক উদ্দিন মাছ শিকারের জন্য বৃহস্পতিবার সকালে ঝিমটি জাল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পার্শ্ববর্তী ঘড়ুয়া গ্রামের মসজিদের পাশের রাস্তায় পড়ে থাকা পল্লীবিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সকাল ৭টার দিকে ঘড়ুয়া জামে মসজিদের ইমাম তাকে তারে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিহতের ছোটভাই ও স্থানীয় পূর্বদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুসলিম উদ্দিন জানান, পল্লী বিদ্যুতের অবহেলার কারনে তার ভাই এই দূর্ঘটনার শিকার হয়েছেন।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, পল্লীবিদ্যুতের লোকজনের খামখেয়ালিপনার কারণেই আজ আমাদের কাছ থেকে একজন মানুষকে হারাতে হলো।