বড়লেখা পৌরসভায় উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী কবির আহমদ
প্রকাশিত হয়েছে : ১:০৮:১৬,অপরাহ্ন ২৫ জুন ২০১৯
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু কান্ত দাস টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩৬২ ভোট এবং মো. আব্দুল কুদ্দুছ পানির বোতল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৩ ভোট।
সোমবার সকাল ৯টায় মোহাম্মদীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
উপ-নির্বাচনে এ ওয়ার্ডে ১৮২৬ জন ভোটারের মধ্যে ১১১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১৯ ভোট বাতিল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন (বর্তমান ভাইস চেয়ারম্যান) গত ১৮ মার্চ পঞ্চম বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়।