বড়লেখার শাহবাজপুরে প্রতারক আটক করে পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ১:০০:১৯,অপরাহ্ন ২৫ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখার শাহবাজপুর বাজার থেকে প্রতারক চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিক আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।(২৪জুন) সোমবার দুপুর ৩টার দিকে শাহবাজপুর বাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনের নামে অভিনব প্রতারণার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এসময় তার সঙ্গী অপর এক সদস্য কৌশলে পালিয়ে যায়।
আটক ঐ ব্যক্তির নাম হামিদুর মিয়া(৪০)।সে গোপালগঞ্জ জেলার মুকসিদপুর গ্রামের রেহান মিয়ার ছেলে।কাপড় ফেরিওলা হিসেবে সিলেটের বিয়ানীবাজার থানায় বসবাস করে সে।
এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখার গাংকুল গ্রামের সাইদুল ইসলাম জানান, পূর্বপরিচয়সূত্রে রিয়াল বিক্রির জন্য ওরা দু’জন ফোন করে আমাকে শাহবাজপুর বাজারে নিয়ে আসে।দুপুর ৩টার দিকে শাহবাজপুর স্কুলের পাশে লেনদেনের সময় কারসাজি করে সৌদি রিয়ালের পরিবর্তে কাগজভর্তি প্যাকেট দেয়ার সময় আমি বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে।ততক্ষণে তার সাথে থাকা অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দুপুর ৩:৩০মিনিটের দিকে স্থানীয় জনতা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।সেখানে জিজ্ঞাসাবাদ করে তাকে শাহবাজপুর ফাঁড়ি পুলিশে সোপর্দ করা হয়।
শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বড়লেখা থানায় প্রেরণ করা হয়েছে।