বড়লেখার শাহবাজপুর বাজারে জননী লাইব্রেরীর যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ১০:০৮:২২,অপরাহ্ন ২৪ জুন ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তিঃ “শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণের নিত্য সঙ্গি”- স্লোগানে বড়লেখার শাহবাজপুর বাজারের স্কুল মার্কেটে জননী লাইব্রেরী এন্ড স্টেশনার্সের শুভ উদ্ধোধন সম্পন্ন হয়েছে।২৩জুন দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্ধোধন করেন বড়লেখা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বাছিত, সহকারি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল,সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন,ফারুক উদ্দিন প্রমুখ।