বড়লেখায় সোনারবাংলা ফুটবল টুর্ণামেন্টে জফরপুর একাদশ চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪৮,অপরাহ্ন ২৪ জুন ২০১৯
শনিবার ২২শে জুন বিকেল চার ঘটিকার সময় বড়লেখা সরকারি কলেজ মাঠে সোনার বাংলা মোবাইল এন্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জপরপুর ফুটবল একাদশ তাদের জয়েরমালা পরতে সক্ষম হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।সাবেক কৃতি ফুটবলার সিরাজ উদ্দিন,বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ। যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মার্জানুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন হিসেবে একটি মোবাইল হ্যান্ডসেট ও রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।