নির্বিঘ্নে পরীক্ষা সম্পাদনের জন্য পল্লীবিদ্যুৎ সমিতির সিদ্ধান্তের পরিবর্তন জরুরী
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৪৯,অপরাহ্ন ২২ জুন ২০১৯
তাহমিদ ইশাদ রিপন::
মেইন লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব নির্ধারিত ঘোষণানুযায়ী প্রায় এক সপ্তাহ দিনেরবেলা বড়লেখা উপজেলাসহ জুড়ি ও কুলাউড়া উপজেলায় সকাল ০৭ ঘটিকা হতে বেলা ০৩ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
আমাদের তিন উপজেলার জনসাধারণ ও ব্যবসায়ী’বৃন্দ বিদ্যুৎ লাইনের সেবা উন্নতির কথা চিন্তা করে চরম গরমেও অত্যন্ত ধর্যের সহিত পল্লী বিদ্যুৎয়ের কাজের অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের প্রত্যাশা রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে পৌর শহরের বাহিরের এলাকাগুলো হয়তো লোডশেডিং থেকে অনেকটাই মুক্ত হতে পারবে।
সারাদেশে চলছে স্কুল,মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষা ।এই প্রচন্ড গরমে যেখানে জনজীবন বিপর্যস্ত সেখানে পরীক্ষার্থীরা কতটুকুই বা চাপমূক্ত থাকবে। বিদ্যুৎবিহীন পরীক্ষার হলগুলোতে অসহনীয় গরমের কারণে ছাত্র-ছাত্রীদের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত গরমে নির্ধারিত সময়ে অনেক ছাত্র-ছাত্রীর পরীক্ষা সম্পাদন করতেও ব্যাঘাত ঘটতে পারে।
বিভিন্ন স্কুল মাদরাসার অনেক পরিক্ষার্থী দুর-দুরান্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। হলরুমে প্রবেশ করেও যদি সেই অসহনীয় গরমের কবলে পড়তে হয় তাহলে একজন পরীক্ষার্থীর শারীরিক ও মানসিক চাপের কারণে হয়তো অনেকটাই জর্জরিত হবে।
অনেকেই হয়তো প্রশ্ন রাখতে পারেন আমরাতো প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিহীন স্কুল মাদরাসায় প্রতিনিয়ত ক্লাস করেছি যেমন আমিও তার ব্যতিক্রম নয়। তখনকার সময়ে স্কুল মাদরাসাগুলোতে বৈদ্যুতিক ফ্যানের প্রচলন ছিলোনা আর বিদ্যুৎ সংযোগও তেমন একটা ছিলোনা, আমরা এখনকার প্রজম্মের মতো ততোটুকু সুবিধা পাইনি তবে আমাদের সময়টা ছিলো সোনালী যুগের এক আন্তরিক বন্ধন।
এখনকার প্রজম্ম পৃথিবীর আলো দেখছে শীততাপনিয়ন্ত্রিত ঘরে, লেখাপড়া করছে শীততাপনিয়ন্ত্রিত স্কুলে একবারে গ্রাম পর্যায়ের স্কুল মাদরাসাগুলোতেও এখন ফ্যান সংযোগ রয়েছে। সময়ের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে কিন্তু বর্তমান প্রজম্মের শিক্ষার্থীর মান উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র।
সম্মানিত পল্লী বিদ্যুৎ সমিতি’র কর্মকর্তা মহোদয়ের প্রতি পরিক্ষার্থীদের কথা সার্বিক বিবেচনা করে সিদ্ধান্তের পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করছি।
নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করুক প্রিয় শিক্ষার্থীরা, নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন এবং রাস্তা পারাপারে সর্বোচ্চ লক্ষ্য রাখবেন।কোন তাড়াহুড়ো না করে নিরাপদে পৌছেন আপনাদের গন্তব্যে।এটাই প্রত্যাশা।