বড়লেখায় ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগের একক প্রার্থী সিরাজ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:১৭,অপরাহ্ন ২২ জুন ২০১৯
দলীয় সুত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের লক্ষে শনিবার বিকেলে পৌরসভা হলরুমে ইউপি আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ জন আ’লীগ ও যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাদের নাম প্রস্তাব করেন। এরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, যুবলীগ নেতা সালেহ আহমদ জুয়েল, আক্তার হোসেন, ইয়াছিন আলী, আব্দুছ ছালাম ও আলী হোসেন। পরে সর্বসম্মতিতে সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনকে দলীয় একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
উল্লেখ্য সিরাজ উদ্দিন সদর ইউনিয়নের চতুর্থবারের নির্বাচিত ইউপি মেম্বার। ইতিপুর্বে তিনি চারবার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এবং ১৭ বছর ধরে ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।