বড়লেখায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শিক্ষা উপকরণ হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৫৬,অপরাহ্ন ২০ জুন ২০১৯
(২০জুন) বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের বেরেঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপকরণ হস্তান্তর করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মখলিছুর রহমান বটুল, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, বেরেঙ্গা পানপুঞ্জির হেডম্যান অলমি পতাম,কুমারশাইল পানপুঞ্জির হেডম্যান জেনি রামবাই,স্থানীয় মুরব্বি বাবুল হোসেন, সাংবাদিক সুলতান মাহমুদ খান প্রমুখ।
-ফাইল ছবি: