সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দর কর্তৃক সাবেক ইউপি চেয়ারম্যান লাঞ্চিত
প্রকাশিত হয়েছে : ২:১৯:০৫,অপরাহ্ন ২০ জুন ২০১৯
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ জসীম।এ ঘটনায় রফিকুল ইসলাম সুন্দরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গত উপজেলা নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সুন্দরের সাথে দেখা হয় দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিনের। এসময় মাহতাব উদ্দিন রফিকুল ইসলাম সুন্দরের সাথে কোশল বিনিময় করতে যান। তখন সুন্দর উত্তেজিত হয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি মাহতাব উদ্দিনের গায়ে হাত তুলেন। চেয়ার দিয়ে চেপে ধরেন। পরে ধাক্কা দিয়ে দরজায় ফেলে দেন। এতে মাহতাব উদ্দিন হাতে ও পায় আঘাতপ্রাপ্ত হন।
এসময় উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ , দাসেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঈরেষ চক্রবর্ত্তীসহ অন্যান্য লোকজন দু’জনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত)। আহত সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় লাঞ্ছিত হওয়া সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন বলেন, ‘আমি সৌজন্যতা হিসেবে হাত মেলাতে (কুশল বিনিময়) গিয়েছি। তিনি খারাপ কথা বলেছেন। আমার গায়ে হাত তুলেছেন।আমার পায়ে ও হাতে আঘাত পেয়েছি। আমি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর মুঠোফোনে বলেন,”উনার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে।” থানায় মাহতাব উদ্দিনের দেয়া অভিযোগ বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হন নি তিনি।
এদিকে বড়লেখা ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সভাপতি আজির উদ্দিন ও সাধারণ সম্পাদক আহমদ জুবায়ের লিটন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, একজন বয়জোষ্ট ব্যক্তিকে এভাবে লাঞ্চিত করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।খবর পেয়ে আমরা অন্যান্য চেয়ারম্যানবৃন্দকে সাথে নিয়ে আহত মাতাব মিয়াকে দেখে সমবেদনা জানিয়ে এসেছি ।আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘একটা ঝামেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যাওয়ার পর উনাদের পাইনি। মাহতাব উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন’।