বড়লেখায় ভিজিডি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:২৭,অপরাহ্ন ১৯ জুন ২০১৯
বুধবার (১৯জুন) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি বিতরণ কার্যক্রম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালত পরিদর্শন করেন তিনি। পরে ইউনিয়নের নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,চেয়ারম্যান প্যানেলের সদস্য মোঃ রফিক উদ্দিন, ইউপি সদস্য মখলিছুর রহমান বটুল, ইউপি সদস্য মাসুক উদ্দিন প্রমুখ।