বড়লেখায় গৃহহীন জনগোষ্টীর জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫১,অপরাহ্ন ১৮ জুন ২০১৯
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিআর/কাবিখা কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে গ্রামীন দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দূর্যোগ সহনীয় বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামের হতদরীদ্র শারীরিক প্রতিবন্ধী মাখন আহমদের গৃহ নির্মাণের উদ্যোগ নেয় সরকারের দূর্যোগ ব্যবস্খাপনা অধিদফতর। আজ বিকেলে চলমান এ গৃহ নির্মান কাজ পরিদর্শনে আসেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় প্রকল্পের সুবিধাভোগী মাখন আহমদের পরিবার তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরিদর্শন শেষে নির্মাণ কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন,স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলীম উদ্দিন প্রমুখ।
পরে জেলা প্রশাসক বড়লেখা সদর ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।