বড়লেখায় প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:০৯,অপরাহ্ন ১৪ জুন ২০১৯
নিজস্ব প্রতিনিধি :বড়লেখায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীরা গত ২৪ মে ও ৩১ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অবিলম্বে এ পরীক্ষা বাতিলের দাবীতে শুক্রবার বিকেলে পৌরশহরে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।
পরীক্ষায় অংশগ্রহণকারীরা মেধার মূল্যায়ন করে শিক্ষক নিয়োগ দিতে পুণরায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবী জানান। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক পদের পরীক্ষার্থী মাছুম আহমদ, মিজানুর রহমান, নাহিদ আহমদ, রাজিব কান্ত দাস, আব্দুল মজিদ, নুরুল ইসলাম, রূপক দাস, সামছুল ইসলাম, জসিম উদ্দিন প্রমূখ।