বড়লেখার সংবাদকর্মীর পকেট মারতে গিয়ে শ্রীমঙ্গলে এক পকেটমার আটক
প্রকাশিত হয়েছে : ১:০২:২৪,অপরাহ্ন ১০ জুন ২০১৯
জানা যায়, আশফাক জুনেদ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বোনকে সাথে নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে মৌলভীবাজারের হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে হবিগঞ্জ এক্সপ্রেস বাসে উঠেন।বাস শ্রীমঙ্গল পৌর শহরে ঢুকার সময় কন্টাক্টার তাকে নামার ইঙ্গিত দিলে তিনি সিট থেকে উঠে দাঁড়ান। এ সময় পিছন থেকে ওই পকেটমার ম্যানিবেগ নেয়ার চেষ্টা করলে বাসের অন্য এক যাত্রী দেখে ফেলেন এবং পকেটপমারকে হাতেনাতে ধরে ফেলেন।পরে তাকে আটক করে শ্রীমঙ্গলস্ত হবিগঞ্জ এক্সপ্রেস অফিসে নিয়ে যাওয়া হয়।সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে শ্রীমঙ্গল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৯-এ সোপর্দ করা হয়।তাৎক্ষনিকভাবে পকেটমারের নাম পরিচয় পাওয়া যায় নি।
সূত্র:বিয়ানীবাজার টাইম