বড়লেখায় ঐতিহ্যবাহী মোরগের লড়াই অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:৪৫,অপরাহ্ন ০৯ জুন ২০১৯
নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে বড়লেখায় গ্রামীণ ঐতিহ্য মোরগের লড়াই অনুষ্ঠিত হয়েছে। (০৮জুন) শনিবার উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বৃহত্তর ঘোলসা গ্রামের আয়োজনে স্থানীয় ঘোলসা স্কুল মাঠে দিনব্যাপী এই লড়াই অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ২৫টি প্রশিক্ষিত মোরগ অংশ নেয়।চমৎকার ক্রিড়া নৈপুন্য প্রদর্শনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি মোরগ দলকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন।