বড়লেখার শাহবাজপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:২০:১৬,অপরাহ্ন ০৬ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে পানিতে ডুবে তালহা আহমেদ নামে ৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। (৬জুন) বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত তালহা আহমেদ পূর্ব দৌলতপুর গ্রামের প্রবাসী আছার উদ্দিন’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যানা যায়, শিশু তালহা একজন শারীরিক প্রতিবন্ধী। সে হামাগোড়ি দিয়ে চলাফেরা করে।বৃহস্পতিবার বিকেলে কোন এক সময় অভিভাবকদের আগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে সে ডুবে যায়। পরে তাকে পানি থেকে উদ্ধার করা গেলেও, ততক্ষণে তালহা আর বেঁচে নেই।