ঈদের রূপচর্চায় বড়লেখার সেলুন আর পার্লারকর্মীদের ব্যস্ততা চরমে
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৪১,অপরাহ্ন ০৪ জুন ২০১৯
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বড়লেখার সেলুন ও পার্লারগুলোতে সেবা গ্রহীতাদের উপচে পড়া ভিড়। চুল কাটা,রাঙানো,স্ট্রেইট,রিবন্ডিং করা, ত্বকের ফেসিয়াল, মেহেদিতে হাত রাঙানো থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পরিচর্যা চলছে।
সেলুন আর পার্লারগুলোতে সেবা গ্রহীতাদের দীর্ঘ সারি।কর্মীদের যেন দম ফেলার ফুসরত নেই। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছেন সেলুন ও পার্লারগুলোয়। বাদ যাচ্ছেন না বয়স্করাও। চুলকাটা, রং করা, ভ্র প্ল্যাক, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর আরো কত কী!
বিউটি পার্লারের কর্মীরা জানান, ২৫ রমজানের পর থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।
এদিকে মেয়েদের পাশাপাশি রুপচর্চায় পিছিয়ে নেই ছেলেরাও। জেন্টস পার্লারগুলোতেও এখন সেবা গ্রহীতাদের দীর্ঘ সারি। এখন চরম ব্যস্ত সময় কাটাচ্ছে নরসুন্দররা। ঈদে শেভ-চুলকাটাসহ দাড়ি ছেঁটে নিজেকে আকর্ষণীয় করতে নরসুন্দরের কাছে ছুটছেন সবাই।
ছেলেদের সৌন্দর্য চর্চায় রয়েছে হেয়ারকাট এবং সেভ, ফেসিয়াল, শ্যা¤পু ওয়াশ এবং ফেস ওয়াশ, গোল্ড এবং হেয়ারকাট, হেয়ার স্ট্রেইট, এক বছরের হেয়ার ট্রিটমেন্টইত্যাদি।
বড়লেখার শাহবাজপুর বাজারের শ্রাবণী হেয়ার ড্রেসার’র স্বত্বধিকারী রিন্টু মল্লিক জানান, সেলুনের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন । কোন সেলুনেই চেয়ার খালি নেই। ঈদ মৌসুমের বাড়তি গ্রহকের চাপ সামাল দিতে অনেক সেলুন বাড়তি কারিগর নিয়োগ করেছেন। কাজের এত চাপ যে সকাল ৯টা থেকে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত কাজ করতে হয়। তবে ঈদের আগের রাতে সারা রাত কাজ করতে হবে।