উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:১৫,অপরাহ্ন ০১ জুন ২০১৯
অনুষ্ঠানে শিক্ষাবিদ আলহাজ্জ্ব আছদ্দর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুন নূর’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আ ক ম আব্দুল আজিজ।বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক হাফিজ আব্দুর রুউফ, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক আহমদ জামাল উদ্দীন, গভার্ণিং বডির সদস্য আব্দুস সালাম,শিক্ষক আব্দুন নূর প্রমুখ।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।