ঈদে ১০ দিনের সফরে নিজ এলাকায় আসছেন পরিবেশ ও বন মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:৫১:৫৪,অপরাহ্ন ৩০ মে ২০১৯
নিউজ ডেস্ক:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১০ দিনের সরকারি সফরে নিজ সংসদীয় এলাকায় (বড়লেখা-জুড়ী) আসছেন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার(৩০মে) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন তিনি।
জানা গেছে, আগামী ৩১ মে শুক্রবার বিকেল ৩টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম এডিপির বরাদ্দ থেকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এদিন বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে জুড়ী উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। পরে জুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগদান করবেন। পরদিন ১ জুন শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদরাসা ভবনের ঊর্ধ্বমুখি স¤প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন বেলা ২টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগদান করবেন।
এদিকে আগামী ২ জুন রোববার বেলা ২টায় পরিবেশ মন্ত্রী উপজেলার ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখি সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩ জুন সোমবার বড়লেখা থানা পুলিশ প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত চাঁদ দেখা সাপেক্ষে উপজেলার পাখিয়ালা শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন তিনি। এ উপলক্ষে নিজ বাসভবনে দিনব্যাপী সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
৮ জুন শনিবার বেলা ১২টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করবেন।
সূত্রঃ সিলেট ভিউ