বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৫০,অপরাহ্ন ২৯ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯মে) দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্যানেলের সদস্য আশিক উদ্দিন, ইউপি সদস্য আব্দুল আজিজ লুলাই, ইউপি সদস্য আনিস উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব,সজল কুমার দেব প্রমুখ।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থ বছরের সম্ভাব্য আয় ৮৫ লাখ ২৬হাজার ৫শত ২৮ টাকা,সম্ভাব্য ব্যায় ৮৫লাখ ১০হাজার টাকা এবং উদ্ধৃত্ত ১৬হাজার ৫শত ২৮টাকা ধরে বাজেট ঘোষণা করা হয়।