নারী আইনজীবী হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে আদালত বর্জন,মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৩৫,অপরাহ্ন ২৭ মে ২০১৯
ঘাতকের হাতে নির্মমভাবে নিহত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবিদা সুলতানার খুনিকে গ্রেফতার ও বিচারের দাবিতে সারাদিন কোর্ট বর্জন, মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। ২৭ মে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবি সমিতির আহ্বানে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কামরেল আহমেদ চৌধুরী, সিনিয়র আইনজীবি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ।
বক্তারা বলেন অভিলম্বে আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। উল্লেখ্য রোববার রাত সাড়ে ১১ টায় জেলার বড়লেখা উপজেলার মাধবগুল গ্রামে দূর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন আবিদা।