বড়লেখায় নারী আইনজীবী খুন:মসজিদের ইমাম গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৪২,অপরাহ্ন ২৮ মে ২০১৯
নিউজ ডেক্সঃ বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবিদা সুলতানা(৩২) খুন হয়েছেন।রোববার সন্ধ্যারাতে উপজেলার কাঠালতলীর মাধবগুল গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এদিকে খুনের ঘটনায় জড়িত তানভীর আহমদ নামে স্থানীয় এক মসজিদের ইমামকে সোমবার সোয়া একটার দিকে শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকা থেকে গ্রেফতার করছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক তানভির আবিদার পৈতৃক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো ও পাশের মাদবগুল জামে মসজিদে ইমামতি করতো। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমানদি গ্রামের ময়নুল ইসলামের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবিদা তার স্বামী শরীফুল ইসলামের সাথে মৌলভীবাজারে শহরে বসবাস করতেন। আবিদা সিলেটের বিয়ানীবাজারে তার বোনের বাড়িতে থেকে রোববার সকাল ৯টার দিকে জরুরী প্রয়োজনে পৈত্রিক বাড়ি মাধবগুল গ্রামে যান। পরিবারের সদস্যরা বিকেল ৪টার পর থেকে মুঠোফোনে যোগাযোগ করে তাকে না পেয়ে মাধবগুল গ্রামে পৈত্রিক বাড়িতে চলে আসেন। এ সময় পৈত্রিক ভাড়াটিয়া ঘরের একটি কক্ষ তালা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে আবিদার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনজীবীর বাড়ির একটি কক্ষ থেকে গভীর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়।