সিলেটে আগুনে পুড়িয়ে দেয়া হলো ওয়েল ফুডের মেয়াদোত্তীর্ণ ৪০০কেজি সেমাই!
প্রকাশিত হয়েছে : ১২:১৮:৩৩,অপরাহ্ন ২৩ মে ২০১৯
নিউজ ডেক্সঃ সিলেটের ওয়েলফুডের মেয়াদোত্তীর্ণ ৪শ’ কেজি সেমাই আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ এই সেমাই যাতে মোড়ক পরিবর্তন করে পূনরায় বাজারজাত করা না হয় সে জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র উপস্থিতিতে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
সিলেট নগরীর গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরী এলাকায় বুধবার (২২ মে) বেলা ২টার দিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ওয়েলফুডের ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ৪শ’ কেজি সেমাই মজুদ থাকার দায়ে সেগুলো জব্ধ করে পুড়িয়ে দেওয়া হয় এবং আদালত কর্তৃক নিষিদ্ধ কয়েকটি পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ওয়েলফুডকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে নগরীর মঞ্জিল ফুডসকে ৩০ হাজার ও মধুফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রট শাহিনা আক্তারের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মুর্শেদ কাদের, জেলা স্যানেটারি ইন্সপেক্টর সিন্ধ নন্ধ, বিএসটিএই পরিদর্শক ইয়াসির আরাফাত। সূত্রঃ শ্যামল সিলেট