বড়লেখা সৎপুর কউিনিটি ক্লিনিকে টি,আর বরাদ্ধ উত্তোলনের পরও কাজ বাস্তবায়নের খবর নেই
প্রকাশিত হয়েছে : ৯:০৯:১৬,অপরাহ্ন ২২ মে ২০১৯
নিউজ ডেক্সঃ বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের সৎপুর কউিনিটি ক্লিনিকে টি,আর (সাধারণ) বরাদ্দের ৪০ হাজার টাকা উত্তোলনের ৬ মাস পরও সংস্কার কাজ বাস্তবায়নের খবর নেই। ক্লিনিকের বাহিরের দেয়ালে সর্বোচ্চ ৪-৫ হাজার টাকার রং দিয়ে অন্যান্য কাজ না করেই বরাদ্দের অবশিষ্ট অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রকল্প কমিটির বিরুদ্ধে।
জানা গেছে, হাকালুকি হাওর পাড়ের সৎপুর কমিউিনিটি ক্লিনিকের নিচু প্রবেশ পথে মাটি ভরাট, লেট্টিন, মেঝ, বিদ্যুৎ লাইন মেরামত ও দেয়াল ও রঙ করার জন্য ২০১৮-১৯ অর্থ বছরে স্থানীয় সাংসদ ৪০ হাজার টাকা (নগদ) টি,আর (সাধারণ) বরাদ্দ প্রদান করেন। স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুস ছামাদকে সভাপতি, ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী জুবের আহমদকে সম্পাদক, মুসলিম উদ্দিন, সমছ উদ্দিন ও দেলোয়ার হোসেনকে সদস্য করে প্রকল্প কমিটি জমা দেয়া হয়। গত বছরের ২৯ নভেম্বর প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদক সোনালী ব্যাংক বড়লেখা শাখা থেকে বরাদ্দের ৪০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু অর্থ উত্তোলনের ৬ মাস পরও প্রকল্পের কাজ সম্পন্ন করেননি।
সৎপুর কমিউিনিটি ক্লিনিকের সিএইচপিসি পুলক চক্রবর্তী জানান, মেইন রাস্তা থেকে কমিউিনিটি সেন্টারে ঢুকার রাস্তা বর্ষায় ডুবে যায়। লেট্টিন ব্যবহারের অনুপযোগী, বিদ্যুৎ লাইন ছেড়া, ফ্লোর ভাঙ্গা। ইত্যাদি সংস্কার কাজের জন্য গত বছর ৪০ হাজার টাকা টি,আর বরাদ্ধ আসলেও বাহিরের দেয়ালে রঙ দেয়া ছাড়া কোন কাজই করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ৪-৫ হাজার টাকার দেয়াল রঙ করে উপজেলা পিআইও অফিসকে ম্যানেজ করে বাকি টাকা আত্মসাত করেছেন আ’লীগ নেতা জুবের আহমদ ও ইউপি মেম্বার আব্দুস ছামাদ।
প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি মেম্বার আব্দুস ছামাদ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, প্রকল্প কমিটির কাগজে তিনি স্বাক্ষর করেছেন মাত্র। প্রকল্পের সাধারন সম্পাদক জুবের আহমদ ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেন। তাকে ১০ হাজার টাকা দেয়ায় তিনি ক্লিনিকের বাহিরের দেয়াল রঙ করেছেন। বাকি টাকা না দেয়ায় আজও অন্যান্য সংস্কার কাজ হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, যারা এখনও টি,আর বরাদ্দের প্রকল্প বাস্তবায়ন করেননি তাদেরকে দ্রুত কাজ সম্পন্নের জন্য চিঠি দেয়া হয়েছে। সংস্কার কাজ বাস্তবায়ন না করলে টাকা ফেরৎ দিতে হবে।