বড়লেখায় নবনির্মিত বিদ্যুৎ লাইনের উদ্ধোধন করলেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:১২,অপরাহ্ন ১৮ মে ২০১৯
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুয়েব আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন,বড়লেখা থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াছিনুল হক, পৌরসভার মেয়র আবু ইমাম মো কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।