বড়লেখার উত্তর শাহবাজপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির হোতা ২ চুর আটক
প্রকাশিত হয়েছে : ৬:১২:৪৫,অপরাহ্ন ১৬ মে ২০১৯
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১৬মে বৃহস্পতিবার ভোররাতে রুবেল আহমদ নামাযী মুসল্লীর ছদ্মবেশ ধারন করে ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবয়েল চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহবাজপুর বাজার নৈশ প্রহরীরা তাকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এসময় রুবেলের পকেট থেকে নেশাদ্রব্য গাজা উদ্ধার করা হয় । রুবেলেকে জিজ্ঞাসাবাদ করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরির মদদদাতা শাহবাজপুর বাজারের ভাঙ্গাড়ি ব্যবসায়ী আলামীনকেও আটক করে নিয়ে আসা হয় এবং পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এই চুর চক্র দীর্ঘদিন ধরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চুরি চালিয়ে আসছিল। গত ১০ মে শুক্রবার দিবাগত রাতে উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার টিউবওয়েল চুরি করে নিয়ে যায়।এর আগে গত ২৩ মার্চ মঙ্গলবার রাতে মাদ্রাসার অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে অফিসে ডুকে অফিস তছনছ করে সকল কাগজ পত্র এলোমেলো করে ফেলে দেয় এবং কিছু টাকা নিয়ে যায়। একই রাতেই পার্শ্ববর্তী পাবিজুরীপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট লক ও অফিস কক্ষের তালা ভেঙ্গেও অনুরূপ চুরি চালায়। এরই ধারাবাহিকতায় ১৬ মে বৃহস্পতিবার ইউনিয়নের ছাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবয়েল চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহবাজপুর বাজারের নৈশপ্রহরীরা হাতেনাতে আটক করে রুবেল আহমদকে।
আটককৃত রুবেল আহমদ ইউনিয়নের ছাতারখাই গ্রামের নুর উদ্দিনের পূত্র এবং আলামীন শাহবাজপুর বাজারে ভাঙ্গাড়ী ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে এসব চুরদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিলো বলে ইউনিয়ন পরিষদ সূত্র জানা যায়।
শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল জানান, একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় অসস্তিকর একটা পরিবেশ তৈরী হয়েছিলো। যার কারণে আমরা বাজার নৈশপ্রহরীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেই। এর প্রেক্ষিতেই আজ চুর ধরা পড়েছে। বিষয়টি জনমনে স্বস্তি আনবে বলে আমার বিশ্বাস।