বড়লেখার শাহবাজপুরের জটিল রোগাক্রান্ত শিশু তামিমের মস্তিষ্কে সফল অপারেশন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:০৮:৫১,অপরাহ্ন ১৩ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের অর্থায়নে জটিল রোগাক্রান্ত ৩মাস বয়সী এক হতদরীদ্র পরিবারের শিশুর মস্তিষ্কের টিউমার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।জটিল রোগাক্রান্ত ঐ শিশুর নাম তামিম আহমদ। সে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের হতদরীদ্র মোঃ ফারুক উদ্দিন’র পূত্র । ১৩মে সোমবার দুপুরে বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রাশেদুন নবী খান এর তত্ত্বাবধানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এ জটিল অপারেশন সম্পন্ন হয়। শিশু তামিম বর্তমানে হাসপাতালের পোস্ট অপারেটিভ কেয়ারে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাথার পেছন দিকে বিশাল আকৃতির টিউমার নিয়ে গত তিনমাস আগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটিকে বাড়ি নিয়ে আসলে খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটল।চিকিৎসার জন্য শিশুটির পিতার আর্থিক সংগতি না থাকায় চেয়ারম্যান কল্যান ট্রাস্ট্র উত্তর শাহবাজপুর’র পক্ষে চিকিৎসার দায়ীত্ব নেন তিনি। অতঃপর দেশ-বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে ট্রাস্টের তত্তাবধানে শিশুটিকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধাপক ডাঃ রাশেদুন নবী খান অত্যন্ত ঝুঁকি নিয়ে আজ সকাল ১১.৩০ মিঃ শিশুটির মস্তিষ্কের টিউমার অপারেশন সম্পন্ন করতে সক্ষম হন ।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন এক বার্তায় শিশু তামিমের সফল অপারেশন সম্পন্ন হওয়াতে মহান আল্লাহর শুকরিয়া জানানোর পাশাপাশি চেয়ারম্যান কল্যাণ ট্রাষ্টের সদস্যবৃন্দ সহ দেশ বিদেশ থেকে অর্থ সহায়তাকারী ব্যক্তিবর্গ ও চিকিৎসকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন তামিমের চিকিৎসার ক্ষেত্রে সবাই যে আন্তরিকতা দেখিয়েছেন তা এক অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ।এর মধ্য দিয়ে প্রমাণ হলো চেয়ারম্যান কল্যাণ ট্রাষ্ট উত্তর শাহবাজপুরের অসহায় মানুষদের জন্য ভরসাস্থল।ট্রাস্টের পক্ষ থেকে প্রতিনিয়তই অসহায় মানুষকে সহায়তা করা হয়।ট্রাস্টের অর্থায়নে গতকালকেও ছালিক আহমদ নামে ইউনিয়নের এক রোগীর এপেনডিক্স অপারেশ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।