মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় প্রভাবশালীরা কেটে নিল ১৫টি ছায়াবৃক্ষ
প্রকাশিত হয়েছে : ৩:২৬:২৫,অপরাহ্ন ১২ মে ২০১৯
নিউজ ডেক্সঃ দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক সংলগ্ন মালিকানাধীন ভূমি থেকে ভিলেজ ডেভেলপম্যান্ট নেটওয়ার্কের (ভিডিএন) বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে ১০মে শুক্রবার রাতে। কেটে নেওয়া গাছগুলো ইকোপার্কে আগত পর্যটকদের ছায়া দিয়ে আসছিল।
জানা গেছে, মাধবকুণ্ড ইকোপার্কের প্রবেশমুখে ভিডিএনের মালিকানাধীন ভূমিতে ব্যাপক পরিমাণ মেনজিয়াম, আকাশমনি ও মেহগনি গাছ রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় কতিপয় প্রভাবশালী ১৫টি ছায়াবৃক্ষ কেটে ফেলে। পরে টুকরো করে পিকআপ ভ্যানে পাচার করে। খবর পেয়ে পুলিশ স্থানীয় একটি ‘স’ মিল থেকে কেটে নেয়া গাছের অংশবিশেষ জব্দ করেছে। বড়লেখা থানার এএসআই কামাল উদ্দিন জানান, গাছ কেটে নেয়ার ঘটনায় মালিক পক্ষের অভিযোগে তিনি কিছু কাঠ জব্দ করা হয়েছে।