বড়লেখায় মাদরাসার অফিসকক্ষে চুরির পর এবার টিউবয়েল চুরি
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:২৮,অপরাহ্ন ১১ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ মাত্র দুই সপ্তাহ আগে মাদরাসার ও মাদরাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ চুরির রেস কাটতে না কাটতেই রাতের অন্ধকারে আবারও চুরির ঘটনা ঘটলো বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসায়। চুর এবার প্রতিষ্ঠানের টিউবয়েল খুলে নিয়ে গেছে । এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিন্দা ও ক্ষুভ প্রকাশ করেছেন অনেকেই।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১০ মে শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত চুর মাদরাসার আঙ্গিনায় থাকা একমাত্র টিউবওয়েলটি খুলে নিয়ে যায়। এর আগে গত ২৩ মার্চ মঙ্গলবার রাতে মাদরাসার অফিস কক্ষে চুরি সংঘটিত হয়। চুর অফিস কক্ষের পিছনের জানালা ভেঙ্গে অফিসে ডুকে অফিস কক্ষ তছনছ করে মূল্যবান কাগজ পত্র এলোমেলো করে ফেলে দেয় এবং কিছু টাকা নিয়ে যায়। একই রাতেই পার্শ্ববর্তী পাবিজুরীপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের গেইট লক ভেঙ্গে অনুরূপ চুরি হয়।