বড়লেখার দৌলতপুর মাদরাসায় কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:১৭:২৮,অপরাহ্ন ১১ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: চলতি বছরে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগাতে বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসায় এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ মে) শনিবার দুপুরে মাদরাসা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফারের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কমর উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ মাওলানা লুৎফুর রহমান, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সবুর,গভর্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, কৃতি শিক্ষার্থী আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য লন্ডন প্রবাসী নুর হোসেন, ব্রাজিল প্রবাসী হাসান আহমদ, ইটালী প্রবাসী সোহেল আহমদ, গভর্নিং বডির সদস্য হাজী আকবর হোসেন, সাংবাদিক কাজী রমিজ উদ্দীন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মানা স্মারক প্রদান করার হয় এবং পরিশেষে দেশ বিদেশ থেকে প্রতিষ্টানকে সহায়তা দানকারী ব্যক্তিবর্গের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মাহবুবুর রহমান।
উল্ল্যেখ্য চলতি বছরের দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসার পাসের হার শতভাগ। মোট ৩৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ জনই পাশ করেছে। তন্মধ্যে A গ্রেড পেয়েছেন ১৮ জন, A- ১০ জন, B ০৫ জন, C ০৩ জন ।