সুজাউল সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদরাসার পাসের হার ৯৭.৫শতাংশ: জিপিএ ফাইভ-৩টি
প্রকাশিত হয়েছে : ১০:০৯:২৭,অপরাহ্ন ০৬ মে ২০১৯
বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান সুজাউল সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদরাসার চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। প্রকাশিত ফলাফলে মোট পাশের হার ৯৭.৫০ শতাংশ এবং জিপিএ ফাইভ পেয়েছেন ৩জন।
চলতি বছরে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে মোট ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন ৩টি জিপিএ ফাইভসহ ১১৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।
প্রতিষ্ঠানের ভালো ফলাফলের ধারাবাহিকতায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মহলে বইছে আনন্দের বন্যা।